বগুড়ার শাজাহানপুরে চুরি-ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রমিকদল নেতা আবু তালেব হান্নান ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অবস্থায় হান্নানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি সুজাবাদ গ্রামে চুরি, ছিনতাই ও মাদকের উপদ্রব বেড়ে গেছে। ৩-৪ দিন আগে এসব অপরাধের প্রতিবাদ করেছিলেন শ্রমিকদল নেতা আবু তালেব হান্নান। এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।