বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী কোচের ধাক্কায় রাফিউল ইসলাম (১৮) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মহিপুর বাজার সংলগ্ন জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল ইসলাম শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর বাজার এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি শেরপুর আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর দুপুরের দিকে রাফিউল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মহিপুর জামতলা এলাকায় পৌঁছালে বগুড়াগামী ‘ওরিন পরিবহন’ এর দ্রুতগতির যাত্রীবাহী কোচ পেছন থেকে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের সদস্য আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিয়ে যান।এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির
ইনচার্জ আজিজুল হক জানান, “দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”



আমাদের এখানে এই ছেলের মৃত্যু হয়েছে জামতলায় বেশিক্ষণ ধরে নাকি বেচে ছিল না। সবাই মুখে মুখে বলছিল তাই শুনলাম ঘরেই থেকে। এখন মোবাইলে দেখতেছি