বগুড়ার শেরপুর শহরে দিনের আলোয় এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টম্বর) বেলা পৌনে ১২টায় শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোনসহ প্রায় ৩ লাখ ৬৬ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ছিনতাইয়ের শিকার ওই নারী উপজেলার খানপুর ইউনিয়নের দশশিখা গ্রামের বাসিন্দা। তিনি তার মেয়ের নবজাতক নাতিকে দেখতে গ্রাম থেকে শেরপুর শহরে এসেছিলেন।
ভুক্তভোগী নারী জানান, ধুনট বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর ২০-২৫ বছর বয়সী দুই যুবক তাকে চাচী সম্বোধন করে। তারা নিজেদের গরিব মানুষের সাহায্যকারী হিসেবে পরিচয় দেয় এবং তাকে সাহায্য করতে চায়। সরল বিশ্বাসে ওই নারী তাদের প্রস্তাবে রাজি হন।
এরপর যুবকেরা তাকে ধুনট বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে একটি মোটরসাইকেলের শোরুমের পেছনে নিয়ে যায়। সেখানে তারা ছবি তোলার কথা বলে তার কানের দুল, গলার হার, হাতের বালা, নগদ পাঁচ হাজার টাকা, একটি মুঠোফোন এবং কাপড়-চোপড়ের ব্যাগ তাদের হাতে তুলে দিতে বলে।
সবকিছু হাতে নেওয়ার পর যুবকেরা ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার সর্বস্ব নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছিনতাই হওয়া সামগ্রীর মধ্যে ছিল দুই ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ১ হাজার ৩০০ টাকা মূল্যের একটি মুঠোফোন এবং নগদ ৫ হাজার টাকাও ছিনতাই হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ লাখ ৬৬ হাজার টাকার মালামাল খোয়া গেছে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।”