নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ছাত্রীর নাম মমতা (১১)। সে উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মমতা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি। নিখোঁজ হওয়ার একদিন আগে সে স্কুলে নিজের জুতা ফেলে আসে। জুতা আনতে গিয়ে মমতা ফুফুর বাড়িতে গিয়ে খাবার খায়। এরপর বাড়ির পথে সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও মমতার কোনো সন্ধান পায়নি।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে স্থানীয়রা মমতার মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।