গাইবান্ধায় লালমনি এক্সপ্রেস ট্রেন ছাড়ার পর এক নারী চলন্ত ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে পড়েন। প্রায় পাঁচ মিনিট ঝুলন্ত অবস্থায় যাওয়ার পর ট্রেনচালকের দ্রুত সিদ্ধান্তে তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা রেলস্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।
ট্রেনটির সহকারী চালক শরিফুল ইসলাম জানান, গাইবান্ধা স্টেশন ছাড়ার পর ওই নারী ট্রেনের সামনে লাফিয়ে পড়েন। তখন সজোরে ধাক্কার শব্দ শোনা গেলেও স্বাভাবিক ঝাঁকুনি বা গন্ধ পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে তিনি সামনে তাকিয়ে দেখেন নারীটি ইঞ্জিনের হুকের সঙ্গে ঝুলছেন।
পরে চালক লিটন মিয়া ও সহকারী চালক শরিফুল ইসলাম দ্রুত ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। ফাঁকা জায়গায় ট্রেন থামিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ট্রেনটি নিরাপদে গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রাখে।
সহকারী চালক শরিফুল ইসলাম আরও বলেন, সাধারণত কেউ দুর্ঘটনায় পড়লে ট্রেন কাঁপে বা শব্দে বোঝা যায়। তবে এই ঘটনায় এমন কিছু না হওয়ায় সামনে তাকাতেই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক উদ্ধার করা হলেও ওই নারীর নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার বয়স প্রায় ৩০ হবে বলে ধারণা করা হচ্ছে।