বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মাসুদ রানা (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাতে উপজেলার বড়পাথার দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার বড়পাথার দক্ষিণপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং চোপীনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা ও মাদক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।