পটুয়াখালীতে পূর্ণ আনুষ্ঠানিকতায় পালিত হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস। মঙ্গলবার (০৩ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন লোকনাথ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মন্দির চত্বরে বাজতে থাকে ঢাক, কাঁশর ও ঘণ্টা; সঙ্গে নারীদের উলুধ্বনিতে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।
দিনের শুরু হয় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে। এরপর একে একে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা, বাল্যভোগ এবং প্রসাদ বিতরণ। জেলার কলাপাড়া উপজেলার সার্বজনীন নাচনাপাড়া লোকনাথ মন্দিরে ছিল আলাদা ব্যস্ততা।
মন্দিরটির সাধারণ সম্পাদক প্রণব নারায়ণ বিশ্বাস বলেন, “লোকনাথ ব্রহ্মচারী শুধু একজন সাধক নন, আমাদের বিশ্বাস ও আশ্রয়ের প্রতীক। তাঁর স্মৃতিকে সম্মান জানাতেই আমাদের এই আয়োজন।”
তিনি জানান, মন্দিরে ছয় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা চলছে। প্রতিদিন সন্ধ্যায় আরতি, কীর্তন এবং লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও শিক্ষার ওপর পাঠ অনুষ্ঠিত হচ্ছে।
তিরোধান দিবস উপলক্ষে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও। এসব আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা সাধকের জীবন দর্শন ও আদর্শকে নতুন করে উপলব্ধি করেন।
উল্লেখ্য, ১৮৯০ সালে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাঁর ধর্মীয় সাধনার শেষ অধ্যায় স্পর্শ করেন। সেই স্মরণে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় আচার, পূজা এবং সামাজিক আয়োজনের মধ্য দিয়ে পালন করে তিরোধান দিবস।