বাংলাদেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।
জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই দিন ডায়ালাইসিসের পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
এরপর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থা আরও গুরুতর হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন লালনশিল্পী ফরিদা পারভীন।
উল্লেখ্য, ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে শুরু হয় তাঁর পেশাদার সংগীতজীবন। দীর্ঘ ৫৫ বছরের সংগীতজীবনে অসংখ্য ভক্তকে মুগ্ধ করেছেন তিনি। পারিবারিক আবহ থেকেই গানের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। বাবার গভীর টান ছিল গানের প্রতি, দাদিও গান করতেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হলেও গানকে তিনি জীবনের সঙ্গী করে নিয়েছিলেন।