১৯৯৬ সালের আজকের এই দিনে বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ না ফেরার দেশে পাড়ি জমান। তার রহস্যজনক ও অকাল মৃত্যুর খবর তখন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।
আজ (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহ কোটি কোটি বাঙালির মনে আজও ভালোবাসা, শোক ও ভক্তিতে অমর হয়ে আছেন।
সালমান শাহের প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি১৯ সেপ্টেম্বর, ১৯৭১ সালে সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ৪ বছরের কেরিয়ারে (১৯৯৩-১৯৯৬) তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমায় এক ইতিহাস গড়েছিলেন।
সালমান শাহ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’সহ একের পর এক হিট ছবি, যা দর্শকের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় তিনি মৃত অবস্থায় পাওয়া যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও, রহস্য এবং প্রশ্ন আজও ঘিরে রয়েছে। নানা বিতর্ক, তদন্ত ও আইনি লড়াই হয়েছে, তবে প্রকৃত মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
সালমান শাহের অকাল মৃত্যু দেশের চলচ্চিত্রে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। আজও তার সিনেমা ইউটিউবে কোটি কোটি মানুষ দেখেন, এবং সোশ্যাল মিডিয়ায় তার নাম, অভিনয় ও স্টাইল নিয়ে আলোচনা হয়।