ঢাকাস্থত যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে আছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে আরও দুজন ছিলেন।
জানা যায়, কক্সবাজার বিমানবন্দর থেকে তাঁরা নুনিয়ারছড়া এলাকার বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে স্পিড বোটে করে মহেশখালীতে যান। সেখানে কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, আজ বেলা ১১টার দিকে পিটার হাসহ প্রতিনিধিদলটি হোপ হসপিটালে পৌঁছে। হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাঁদের অভ্যর্থনা জানান। পরে হাসপাতালের সার্বিক বিষয় খোঁজখবর নেন প্রতিনিধিরা।
এরপর এক্সিলারেটর এলএনজি টার্মিনাল–হোপ যৌথ আয়োজনের হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় হোপ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে এসে মহেশখালীর নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি-র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে মহেশখালী পরিদর্শনে গেছেন।