ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মনোনয়ন দাখিল উপলক্ষে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে মেজর হাফিজ বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো দেশের অধীনতা চায় না; তারা গণতন্ত্র ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ চায়। তিনি বলেন, মানুষ এমন একটি সমাজ ব্যবস্থা প্রত্যাশা করে, যেখানে কেউ অত্যাচার ও নিপীড়নের শিকার হবে না।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বিদেশে অবস্থানের পর দেশে ফিরে এলে বিমানবন্দরে যে জনসমাগম হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। তার ভাষায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সততা, ত্যাগ ও জনগণের প্রতি দায়িত্ববোধের কারণেই মানুষের মধ্যে এই আস্থা তৈরি হয়েছে।
মেজর হাফিজ দাবি করেন, সাধারণ মানুষের সেই বিশ্বাস থেকেই তারা মনে করেছে—তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার প্রত্যাশায় বিপুলসংখ্যক মানুষ ঢাকায় জড়ো হয়েছিল।
অনুষ্ঠানে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


