শর্তাবলি

অন্বেষণের ওয়েবসাইট, কনটেন্ট, পরিসেবা ও আপ্লিকেশন ব্যবহারের শর্তাবলীতে আপনাদেরকে স্বাগতম। এখানে সম্পাদক অথবা প্রকাশক উল্লেখিত শর্তাবলীতে সময়েসময়ে তারনিজস্ব বিবেচনার ভিত্তিতে পর্যায়ক্রমে আপডেট করতে পারে। ডব্লিউ ডব্লিউ ডব্লিউ , ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম, এসএমএস আর এসফিডসহ নানা মাধ্যমে শ্রোতা ও পাঠকেরা আমাদের কনটেন্ট দেখা ও পড়ারজন্য আসতে পারেন। কম্পিউটার, মুঠোফোন ছাড়াও বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমাদের কনটেন্টে প্রবেশকরা সম্ভব। আমাদের কনটেন্ট সেবাগ্রহনের মাধ্যমে কনটেন্ট, ছবি, তথ্য দেখা ও পাঠের মাধ্যমে অন্বেষণের‘গোপনীয়তানীতি’ ও ‘ব্যবহারেরশর্তাবলী’ মেনেনিচ্ছেন বলে মনেকরব। তারপরেও এসব বিষয়ে কারও কোনো আপত্তি বা বক্তব্য থাকলে নিচের ঠিকানায় ইমেইল পাঠিয়ে জানানোর অনুরোধ রইলো।