বগুড়ার শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ভবানীপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে শ্রী উজ্জ্বল সিংকে সভাপতি এবং শ্রী সুনীল সিংকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫টায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন সিং এর সভাপতিত্বে পরিচালিত হয়। কমিটির সদস্য সচিব শ্রী হিরা লাল সিং এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু।
তিনি তার বক্তব্যে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায় এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে কমল সিং, দিপক মাডি, বিজয় মাহাতো, অমিত মুরমূ, নরেস কিসকু, রুমা রায় বাগদি, সোহাগি রানী সিং, শিপন তেরি, আনন্দ সিং এবং নিতাই টুডু বক্তব্য রাখেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ভবানীপুর ইউনিয়নে বসবাসরত আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে এবং তাদের সাংবিধানিক অধিকার সহ স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থান প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবে।
শ্রী উজ্জ্বল সিং ও শ্রী সুনীল সিংয়ের নেতৃত্বে এই কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাবে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।