অপহরণের পর ধর্ষণের মামলায় প্রধান পলাতক আসামি মো: ফজলুলকে (১৯) আটক করেছে র্যাব-৫। সোমবার (১৮ মার্চ) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটককৃত মো:ফজলুল নাটোরের সিংড়া উপজেলার বন্দর এলাকার আব্দুল খালেকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত আসামি মো: ফজলুল সহ অভিযুক্ত আসামিরা ভুক্তভোগীকে রাস্তায় বিরক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। এক পর্যায়ে গত (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অপহরণের পর তাকে জোর করে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিরা আত্মগোপণে চলে যান। এ ঘটনায় ছায়াতদন্ত শুরু করে র্যাব। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মামলার প্রধান আসামি মো: ফজলুলের অবস্থান শনাক্ত করে সোমবার (১৮ মার্চ) রাতে গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।