কক্সবাজারে হোটেলে অসামাজিক কার্যকলাপ, ১৩ তরুণ-তরুণী গ্রেপ্তার পুলিশ। কক্সবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল-কটেজ থেকে ১৩ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
গত শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজারে হোটেলে ও কটেজগুলোতে দিনে-দুপুরে চলছে মাদক বিক্রিসহ অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধ দমনে কক্সবাজার রিজিয়নের একটি বিশেষ অভিযানিক টিম গঠন করে ট্যুরিস্ট পুলিশ। যার প্রেক্ষিতে (১৬ ডিসেম্বর) ভোর রাতে কলাতলী লাইট হাউজ এলাকার জলপরী রোডের হোটেল এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গেস্ট হাউজের বিভিন্ন রুম থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৬ জন পুরুষ এবং ৭ জন নারীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বয়স প্রায় ১৯ থেকে ২৮ বছরের মধ্যে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ।