কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে ৪৪ হাজার ইয়াবা জব্দ ও দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় র্যাবের একটি ইউনিট অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা জব্দ করে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারীকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার সৈয়দ নুর ইসলমের ছেলে তারেক (১৮) ও একই এলাকার মো: আবুল হোসেনের ছেলে রায়হান হোসেন (১৮)।
কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে ৪৪ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার ২ এ বিষয়ে, অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পরের মাধ্যমে ইয়াবার চালান করতো অবৈধভাবে এবং পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে মাদাক সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালানগুলো অত্যন্ত কৌশলে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে যানায় তারা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত দুই মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।