খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনার সোনাডাঙ্গার আবু আহম্মেদ সড়কের নীতীশ চন্দ্র সরকারের ছেলে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব সরকার। এ সময় মোটরসাইকেলযোগে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়র তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত অর্ণবের বন্ধু ফাহিম বলেন, গত রাতে তেঁতুলতলা মোড় এলাকায় হঠাৎ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এগিয়ে গিয়ে দেখি অনেক লোকজন জড়ো হয়েছে। এসময় সেখান পড়ে থাকা একটি হেলমেট দেখে বুঝতে পারি আমার বন্ধু অর্ণবের কিছু একটা হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্ণব এবং আমি এক সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়াশোনা করছি।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো: মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।