গাজীপুরে ৭ লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মহানগর ডিবি পুলিশ ৭ লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ পাঁচ জনকে আটক করেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নগরীর বাসন থানাধীর নলজানী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতপারা এলাকার মো: শরীফ মিয়া (৩০) একই গ্রামের মো: মাজহারুল ইসলাম (২৪) ও মো: জিয়াউর রহমান (৪০), গাজীপুররে শ্রীপুর থানার আবদার বাজার এলাকার মো: এনামুল হক (২৪) এবং সুনামগঞ্জের বিশ্বম্ভপুর থানার মাঝারটেক এলাকার মো: খোরশেদ আলম নবী (৪২)।
গাজীপুরে ৭ লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ আটকের বিষয়ে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো: নাজির আহমেদ খান এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জাল নোট বেচা-কেনার সময় গোপন তথ্যের ভিত্তিতে বাসন থানার নলজানী এলাকার সুন্দরবন কুরিয়র সার্ভিসের সামনে থেকে জিয়াউর, এনামুল ও শরীফকে ৫১ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীঘরিচালা মুচিপাড়া এলাকা থেকে খোরশেদ আলম নবী ও মাজহারুলকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ লক্ষ ৮৯ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।