রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি, ১২ ডাকাত গ্রেপ্তার

বিশেষ সংবাদ

চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের দাবি, গ্রেপ্তারকৃত ১২ জনই ডাকাত দলের সদস্য। সোমবার (১৩ মে) দিবাগত রাতে চট্টগ্রামের বহির্নোঙ্গর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকরা হলো, সিরাতুল মুসতাকিম (১৭), মো: ইমন (১৯), মো: ফয়সাল (২০), মো: আনোয়ার হোসেন (২৩), কামাল হোসেন (২৩), পিয়াস মন্ডল (২৩), মো: সালাউদ্দিন (২৬), মো: ইসলাম (২৭), মো: আলমগীর (৩০), মো: আরিফ (৩০), মো: আবু তাহের (৩২) ও মো: রাজু (৩৭)।

মঙ্গলবার (১৪ মে) বিকালে চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: সিয়াম-উল-হক জানান, একদল ডাকাত চট্টগ্রামের বর্হিনোঙ্গর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিসিজি বেইস চট্টগ্রামের একটি বিশেষ দল ছদ্মবেশে কয়েকটি বোটে করে বহির্নোঙ্গর এলাকায় অবস্থান করেন। পরে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বহির্নোঙ্গর থেকে ২ মাইল উত্তর-পূর্বে ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয়।

কোস্টগার্ডের অভিযানিক দল নৌকাটিকে থামানোর সংকেত দিলে নৌকাতে থাকা ব্যক্তিবর্গ কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে উত্তাল সমুদ্রে ১ ঘণ্টা ধাওয়া করে নৌকাটিকে থামানো হয়। এ সময় ১২ জন ডাকাত গ্রেপ্তারসহ ১১টি রামদা, ১টি শাবল, ১টি করাত, ১টি প্লায়ার, ১টি স্পেনার এবং ১২টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাত দলের মূল হোতা মো: আকবরের আদেশে এবং মো: সালাউদ্দিনের নেতৃত্বে ডাকাত দল চট্টগ্রামস্থ কর্ণফুলী থানাধীন ইছানগর নতুন ব্রিজ ঘাট হতে নৌকাযোকে সোমবার রাতে ডাকাতির উদ্দেশে চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় যায়। এছাড়াও ডাকাত দল দীর্ঘদিন ধরে ডাকাতির কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলেও জানিয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান, কনে কে?

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজের বাসায় পারিবারিক...

জনপ্রিয়

অপরাধ

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে দেশটির সরকার। দুই দেশের মধ্যে দৃঢ় ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে...

বাংলাদেশের হিন্দুরা এ রাষ্ট্রের আমানত: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এ রাষ্ট্রের একটি পবিত্র আমানত। অন্য দেশের ঘটনার দায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চাপিয়ে...

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে দেশটির সরকার। দুই দেশের মধ্যে...

বাংলাদেশের হিন্দুরা এ রাষ্ট্রের আমানত: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এ রাষ্ট্রের একটি পবিত্র আমানত। অন্য দেশের...

রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আজ রাতেই ঢাকাসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায়...

বাগমারায় ছুরিকাঘাতে যুবক খুন, উত্তেজিত জনতার পিটুনিতে অভিযুক্ত নিহত

রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার...