শারজাহ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ২ যাত্রীর কাছ থেকে মোট ২ কেজি ৩১৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিদেশফেরত ওই ২ যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস কর্মকর্তারা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। শনিবার (০২ মার্চ) সকালে এসব স্বর্ণ জব্দ করা হয় এবং ২ যাত্রীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার মো: তাসলিম আহমেদ।
তিনি জানিয়েছেন, শনিবার (২ মার্চ) সকাল ৬টার দিকে শারজাহ থেকে আসা ১টি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে চট্টগ্রামের পটিয়া উপজেলার মো: সিরাজুল ইসলামের ছেলে মো: শফিকুল ইসলামের ব্যাগেজ তল্লাশি চালিয়ে ১টি গৃহস্থালি মেশিনের ভেতর থেকে ১ কেজি ১১৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
একই ফ্লাইটে আসা একই জেলার হাটহাজারী উপজেলার মো: সোলাইমানের ছেলে মো: মোরশেদের আনা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিনের মধ্যে থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
এ অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো: মহি উদ্দিন পাটোয়ারী জানান, অভিযানে উদ্ধাকৃত স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। এছাড়া অভিযুক্ত ২ যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের প্রস্তুতি চলছে।