ঢামেক হাসপাতালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: আবু সায়েদ (৬০) নামে ১ কারাবন্দীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে আবু সায়েদকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ সংবাদমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু সায়েদ শিশু ও নারী নির্যাতন মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার উদাইস এলাকার মো: আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, আবু সায়েদ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আসামী ছিলেন। অসুস্থতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা করানোর পর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
সেখানে আবারও অসুস্থ হয়ে পড়ে। তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।