শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

তথ্য প্রদানে বগুড়া পরিবেশ অধিদপ্তরের অনিহা

বিশেষ সংবাদ

মৌখিকভাবে জানানোর মতো হলেও তথ্য পেতে তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরমে আবেদন করতে হয়েছে। এতে কালক্ষেপনের মাধ্যমে সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা বলে দাবি করেছেন তিনি।

তথ্য প্রদানে বগুড়া পরিবেশ অধিদপ্তরের অনিহা প্রকাশ পেয়েছে। পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহের ক্ষেত্রে বগুড়ার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ করেছেন দৈনিক আজকের পত্রিকার বগুড়া জেলার শেরপুর উপজেলা প্রতিনিধি রঞ্জন কুমার দে।

জানা যায়, প্রায় ৪ বছর আগে বগুড়ার শেরপুরে একটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন এলকার জনগণ। তাদের দাবি কারখানর বিষাক্ত বর্জ্যের কারণে এলাকার নদী, মাটি, বায়ু ও ভূগর্ভস্থ পানি দূষিত হয়েছে। এর প্রতিকার চেয়ে তারা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন। এবিষয়ে প্রতিবেদন তৈরি করার জন্য সাংবাদিক রঞ্জন কুমার দে বগুড়ার পরিবেশ অধিপ্তর কার্যালয়ে তথ্য সংগ্রহের জন্য কয়েক দফা গেলেও তাকে কোন তথ্য প্রদান করা হয়নি। তাই বাধ্য হয়ে বুধবার তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরমে তথ্য চেয়ে আবেদন করেছেন তিনি।

আবেদনে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় থেকে গত ১০ এপ্রিল ২০২৩ তারিখে ৬ মাস মেয়াদী পরিবেশতগত ছাড় পত্র প্রদান করা হয়েছে। গত ৬ জুন ২০২৩ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে প্রতিষ্ঠানটিকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে এবং গত ২২ জুন ২০২৩ তারিখে তদন্ত কমিটি কারখানা পরিদর্শন করেছেন। কিন্তু কারখানা এখনও চালু আছে। কারখানাটির সহকারি ব্যবস্থাপকের বক্তব্য অনুযায়ি, তারা আপিল করেছেন এবং আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত কারখানা চালু রাখার নির্দেশনা রয়েছে।

আবেদনে উল্লেখ্য,

তাই তিনি জনতে চান, ক) ১০ এপ্রিল ২০২৩ তারিখে পরিবেশগত ছাড় পত্র প্রদান করার সময় কারখানাটির বিধিমোতাবেক ব্যবস্থাপনা যথাযথ ছিলো কিনা।
খ) গত ৬ জুন ২০২৩ কী কী কারণে কারখানাটিকে দন্ড ও বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে?
গ) কারখানার সহকারি ব্যবস্থাপক জাহিদুল হাসান শিশিরের দাবি অনুযায়ি তারা কী ধরণের আপিল করেছেন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক কারখানা চালু রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে কিনা?
ঘ) ২২ জুন ২০২৩ তারিখে তদন্ত কমিটি কারখানা পরিদর্শন শেষে যে প্রতিবেদন দিয়েছেন তার কপি।

এবিষয়ে সাংবাদিক রঞ্জন কুমার দে বলেন, এই তথ্যগুলো জনগুরুত্বপূর্ণ ও প্রতিবেদন তৈরি করার জন্য একজন সাংবাদিকের জানার অধিকার রয়েছে। এগুলো মৌখিকভাবে তাৎক্ষণিক জানানো সম্ভব। কিন্তু কর্তৃপক্ষ তথ্য দেওয়ার কথা বলে কালক্ষেপণ করেছেন। সর্বশেষ গত মঙ্গলবার তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরমে আবেদন করতে পরামর্শ দিয়েছেন বগুড়া জেলার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। তাই বিধিমোতাবেক বুধবার পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইনের কাছে আবেদন করেছি। এভাবে অসহযোগীতা করলে সাংবাদিকদের দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে।

এ বিষয়ে বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: মিকাইল হোসাইনের মোবাইলে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।

তথ্য প্রদানে এমন অনিহার কারণ জানতে চাইলে বগুড়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ বলেন, “বিষয়টি এমন নয়, বিষয়টি নিয়ে আমরা অথরিটির সাথে কথা বলেছি, উনারা আমাকে ডকুমেন্টগুলো তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে প্রদান করতে বলেছেন”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান, কনে কে?

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজের বাসায় পারিবারিক...

জনপ্রিয়

অপরাধ

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল)...

২৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন অটোচালক খাইরুল

অভাব-অনটনের জীবন যাপন করেও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়ার একজন সিএনজি চালিত অটোরিকশা চালক খাইরুল ইসলাম। রাস্তায় পাওয়া প্রায় ২৫ লাখ টাকার ১৮...

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান...

২৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন অটোচালক খাইরুল

অভাব-অনটনের জীবন যাপন করেও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়ার একজন সিএনজি চালিত অটোরিকশা চালক খাইরুল ইসলাম। রাস্তায়...

রিকশা-গরু বিক্রি করেও বাঁচানো গেল না ‘জুলাই যোদ্ধা’ হৃদয়কে

উন্নত চিকিৎসার অভাবে মারা গেলেন ‘জুলাই বিপ্লবের’ রাজপথের সৈনিক...

বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান, কনে কে?

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার...