দিনাজপুরে ১৩ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরে ১৩ কেজি গাঁজাসহ দিলীপ মারডি নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর।
আটককৃত দিলীপ মারডি দিনাজপুর সদর উপজেলার ফার্মেরহাট খোসালপুর দক্ষিনপাড়া এলাকার শ্যামল মারডির ছেলে।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার ফার্মেরহাট খোসালপুর দক্ষিনপাড়া এলাকায় মাদকব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ডিএনসির দল।
এ সময় তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩ কেজি গাঁজা উদ্ধার হয় এবং দিলীপ মারডিকে আটক করা হয়। তবে ডিএনসির উপস্থিতি টের পেয়ে এসব গাঁজার সরবরাহকারী রঞ্জন রায় নামে ২য় ব্যক্তি পালিয়ে যায়।
ডিএনসি জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ও পলাতক মাদকব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।