ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে মো: রুবেল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৫। রবিবার (১৭ মার্চ) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিন্দা বনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১৮ মার্চ) সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটককৃত মো: রুবেল ইসলাম উপজেলার দেবোত্তার গরিলা এলাকার মো: ফরিদুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত রুবেল ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিলে ফিরিয়ে দেন ভুক্তভোগী নারী। গত মাসের (৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর স্বামী তার শ্বশুরকে নিয়ে নাটোর হাসপাতালে যান। এই সুযোগে রুবেল রাত সাড়ে ৮টার দিকে কৌশলে ভুক্তভোগী নারীর ঘরের ভেতর লুকিয়ে থাকে।
সেই দিন রাত ১০টার দিকে রুবেল ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধর্ষণের পর কৌশলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার বিভিন্ন ধরণের হুমকি দিয়ে ফের কু-প্রস্তাব দেয় রুবেল।
এ বিষয়ে র্যাব নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ মওদুদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় গত (১৫ মার্চ) একটি ধর্ষণ মামলা দায়েন করেন। পরে রবিবার রাতে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত রুবেলকে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। সোমবার (১৮ মার্চ) সকালে আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।