নওগাঁর বদলগাছীতে র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ সুভাষ কুজুর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ১০ টার দিকে বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সুভাষ কুজুর বদলগাছীর মথুরাপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১৩ জানুয়ারি) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদমাধ্যমে এই তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমে জানানো হয়, আটক সুভাষ কুজুর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন অঞ্চলে পাইকারী ও খুচরাভাবে বিক্রি করে আসছিল। র্যাব-৫ এর গোয়েন্দা দল কয়েকদিন ধরে তার গতিবিধি পর্যেবক্ষণ শুরু করে। এক পর্যায়ে সুভাষ কুজুর গাঁজা বহন করে বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করছিল।
সে সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো: শেখ সাদিকের নেতৃত্বে শুক্রবার (১২ জানুয়ারি) রাতে নওগাঁর বদলগাছী উপজেলার মাহমুদপুর এলাকায় অভিযান চালায়। তখন সুভাষ কুজুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।