নেত্রকোণার বারহাট্টায় নারীসহ ২ মাদক কারাবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আসমা এলাকা থেকে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, বারহাট্টা উপজেলার আসমা গ্রামের মৃত মো: জয়নাল আবেদিনের মেয়ে মোছা: নাজমা নূরী (৪৩) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরিষাকান্দি গ্রামের মো: মনসুর আলীর ছেলে মো: আলম গাজী (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মপাশা থেকে মোটরসাইকেল করে এক পুরুষ ও এক নারী মাদক নিয়ে বারহাট্টার দিকে আসছে, এমন খবর পেয়ে আসমা এলাকায় অবস্থান নিয়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।
একপর্যায়ে ১টি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে চালক এবং যাত্রীকে তল্লাশি করা হয়। নারী পুলিশ দিয়ে যাত্রী নাজমা নূরীকে তল্লাশি করে তার ব্যাগ থেকে ২০০ গ্রাম গাঁজা পাওয়ায় তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকলেটিও জব্দ করা হয়।
নেত্রকোণার বারহাট্টায় নারীসহ ২ মাদক কারাবারিকে আটকের বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর ওই ২ জনকে আদালতে পাঠানো হয়েছে।