নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় চিনি পাচারকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃত ব্যক্তিরাসহ মোট ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতর হলো, নেত্রকোনার বারহাট্টা উপজেলার কুটুয়াকান্দা দেউলি গ্রামের মো: শাহিন আলম (২৭), রংপুর সদর উপজেলার পূর্বশালবন খেড়বাড়ী গ্রামের মো: রনি মিয়া (২৭) ও একই গ্রামের গোলাম হোসেন (৩৩)।
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ভারতীয় চিনি জব্দসহ ৩ জনকে গ্রেফতারের বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ভারত থেকে অবৈধভাবে আসা চিনিভর্তি ১টি ট্রাক কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে সদরের দিকে আসছে, এমন একটি সংবাদ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর রাতেই কলমাকান্দা উপজেলা সদরের ভবানীপুর মোড় এলাকার পাকা রাস্তার ওপর অবস্থান নেয় পুলিশ।
এ সময় সীমান্তের দিক থেকে আসা সন্দেহজনক ওই ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ২৯৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) অবৈধ চিনি পাওয়া যায়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৪ হাজার টাকা। পরে ওই চিনি জব্দ করে ট্রাকে থাকা ৩ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারসহ মোট ৫ জনের নাম উল্লেখ করে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।