পিস্তল ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টায় পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ মোহাম্মদ হাছান (২৯) নামে পাওনাদারকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী সদরের সুর্যনারায়নবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক হাছান সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রামের বাসিন্দা। আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠান।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার সুর্যনারায়নবহর গ্রামের মোহাম্মদ হাছান একই এলাকার মো: সোহেল (৩৪) নামে এক ব্যাক্তির কাছ থেকে টাকা পায়। শুক্রবার বিকেলে সোহেলের কাছে পাওনা টাকা চায় হাছান। তবে সোহেল টাকা দিতে বিলম্ব করলে সোহেলের দিকে পিস্তল তাক করে হাসান। সে সময় সোহেল চিৎকার করলে স্থানীয় লোকজন ধাওয়া করে হাছানকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে হাছানের কাছ থেকে ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ সহ তাকে আটক করে।
পিস্তল ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টার বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামিকে আদালতে সোপর্দের পর বিচারক তাকে জেল হাজতে পাঠান।