বগুড়ায় ককটেল নিক্ষেপে ৩ পুলিশ সদস্য আহত। বগুড়ার গাবতলীতে অবরোধের সময় পুলিশের উপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড় টায় গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে অবরোধকারীদের ককটেল হামলায় পুলিশ সদস্যরা আহত হয়েছেন।
আহতরা হলেন গাবতলী মডেল থানা পুলিশের (এএসআই) জয়দেব কুমার সাহা, (এসআই) মো: আব্দুল কুদ্দুস ও (এএসআই) মো: এনামুল হক। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বগুড়ায় ককটেল নিক্ষেপের বিষয়ে গাবতলী থানার (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণকৃত বস্তুটি ছিল ককটেল। আলামত সংগ্রহ করা হয়েছে। এটি অভিজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
জানা গেছে, বগুড়ার গাবতলীতে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলছিল। অবরোধ চলাকালে দুপুর দেড় টার দিকে বিএনপির সাধারণ সম্পাদক মো: এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মো: শাহাদত হোসেন সাগর, মো: মোমিনুল হাসান মোমিন ও পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলামের নেতৃত্বে ১টি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের কিছুক্ষণ পরই এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।