বগুড়ার সদরে ককটেল হামলায় ২ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।
আটককৃতরা হলো, শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার মো: সাজু হোসেন এবং সুলতানগঞ্জ ঘুনপাড়া এলাকার মো: কবির আকন্দ। তাদের মধ্যে কবির এজাহারনামীয় ৫ নম্বর আসামি এবং সাজুকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
ডিবির ওসি মো: মুস্তাফিজ হাসান জানান, বগুড়ার সদরে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় ২ আসামিকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (১৪ এপ্রিল) তাদের দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘুনপাড়া এলাকায় মারধরের শিকার এক নারীকে উদ্ধার করতে গিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) মো: আব্দুর রশিদ এবং কনস্টেবল মো: মাহবুব হোসেন ককটেল হামলার শিকার হন।
এ ঘটনায় পরদিন শুক্রবার (১২ এপ্রিল) রাতে উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৫ জন নামীয়সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়।