মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে নৌকার প্রার্থীর সমর্থকদের ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ নেতকর্মী আহত হয়েছে। আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে।
হামলার ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আজ শুক্রবার বিকালে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী লক্ষ্মীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী জানান, ঈগলের পক্ষ শান্তিপূর্ণ মিছিল বের করলে আমাদের মিছিলের ওপর ককটেল হামলা চালানো হয়েছে। নৌকা প্রার্থীর পক্ষ নিয়ে এ হামলা চালায় মো: ফজলু বেপারীর লোকজনরা। আমরা এ হামলার সঠিক বিচার চাই। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মো: ফজলু বেপারী বলেন আমার কর্মীরা কেন রকম হামলা করেনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন জানান, স্বতন্ত্র প্রার্থীর মিছিলের ওপর অতর্কিত ককটেল হামলার ঘটনায় কালকিনি থানায় আমাদের পক্ষ থেকে ১টি মামলা দায়ের করা হয়েছে। আমরা ঘটনায় প্রধান হামলাকারীর ফজলু বেপারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ককটেল বিস্ফোরণের বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হাসান বলেন, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।