মাদারীপুরের শিবচরে চোরাই গরুসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গরু পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। বুধবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বহেরাতলা এলাকা থেকে গরুসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে দুটি গরু বেঁধে ট্রাকে করে পালাচ্ছিল এক ডাকাত দল। রাত ২ টার দিকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা বাজার পার হওয়ার সময় পুলিশের টহল ভ্যান দেখে ট্রাকটি উল্টোপথে পালানোর চেষ্টা করলে ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১ জনকে গ্রেফতার করে। পরে ভোর বেলা পুকুরের পাশের এক গর্তে লুকিয়ে থাকা আরো ১ জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।
ভুক্তভোগী মো: ওমর আলী জানান, রাতে আমার গোয়াল ঘর থেকে বাচ্চাসহ গাভী গরু চুরি হয়ে যায়। রাত ২টার দিকে বহেরাতলা বাজারে মাইকিং শুনে আমি সেখানে ছুটে যাই। গিয়ে দেখি ট্রাকে আমার গাভীসহ বাচ্চা বেঁধে রাখা। গাভীটি গুরুতর আহত হলে সকালে জবাই করা হয়। তবে বাছুরটি সুস্থ আছে।
মাদারীপুরের শিবচরে চোরাই গরুসহ গ্রেফতারের বিষয়ে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মাদ বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।