মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কব্জি কেটে নিলো নৌকার কর্মীরা। মুন্সীগঞ্জের সিরাজদীখানে স্বতন্ত্র প্রার্থীর কর্মী মো: নয়ন (২৫) নামের এক যুবকের হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।
আহত নয়ন চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় গ্রামের মৃত মো: জামাল উদ্দিনের পালকপুত্র। নয়ন পেশায় একজন রাজমিস্ত্রী।
রবিবার (০৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী বিরোধের জের ধরে মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান, শ্রীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম সারোয়ার কবিরের সমর্থক মো: নয়ন (২৫) নামে যুবকের বাম হাতের কব্জি কেটে নিয়েছেন নৌকার প্রার্থীর কর্মীরা।
রবিবার (০৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় ব্রিজ এলাকায় ৭ থেকে ৮ জন লোক নয়নের উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে নয়নের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত নয়নকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মো: মজিবুর রহমানের ছেলে সিফাতকে গ্রেফতার করেছে পুলিশ ।
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কব্জি কেটে নেওয়ার বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন শেখ জানান, নয়নের বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। পরে তার হাতের বিচ্ছিন্ন কব্জি খুঁজে পাওয়া যায়নি। থানায় এ ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।