শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারতীয় যুবককে গুলি করে হত্যা

বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গোপীকৃষ্ণ নামের এক যুবককে গুলি করে হত্যা হয়েছে। শুক্রবার (২১ জুন) টেক্সাস শহরের ডালাস প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশন সুবিধাভোগী দোকানে ডাকাতির সময় তাকে গুলি করে হত্যা করা হয়। খবর এনডিটিভি।

সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দাসারি গোপীকৃষ্ণ (৩২) মাত্র ৮ মাস আগে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে পাড়ি জমান।

জানা যায়, গোপীকৃষ্ণ ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশন সুবিধাভোগী দোকানে ডাকাতির সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ((২৩ জন) তার মৃত্যু হয়।

হিউস্টনের ভারতের কনসাল জেনারেল (ডিসি) মঞ্জুনাথ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোপীকৃষ্ণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনাটি আরকানসাসের বন্দুক হামলার সঙ্গে সম্পর্কিত নয় বলে তিনি জানান।

রবিবার (২৩ জুন) ডালাসে এক অনুষ্ঠানে নিহত গোপীকৃষ্ণের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কনসাল জেনারেল মঞ্জুনাথ। তিনি বলেন, ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশনের সুবিধাভোগী দোকানে ডাকাতির ঘটনায় ভারতীয় নাগরিক গোপীকৃষ্ণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।

তিনি আরও বলেন, নিহতের গোপীকৃষ্ণের মরদেহ ময়নাতদন্ত এবং মৃত্যু সনদসহ স্থানীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ দেশে পাঠানোর জন্য ভারতীয় কমিউনিটির এবং কনস্যুলেট সবধরনের সহায়তা করছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ