রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার অভিযোগেে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাজশাহী শহরে ট্রাফিক পুলিশ সদস্যকে লাথি মারার অভিযোগে রানী (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপর ২টার দিকে রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার অভিযোগে নারী গ্রেপ্তারে বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ন কবির বলেন, ট্রাফিক কনস্টেবল মো: বজলু একজন নারী ট্রাফিক সার্জেন্টের সঙ্গে দায়িত্ব পালনের সময় ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশিতে সহযোগিতা করছিলেন। এমন সময় রিকশাযাত্রী রানী ব্যারিকেড অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক কনস্টেবল মো: বজলু তাঁকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে ওই নারী বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিকশা থেকে নেমে রানী ট্রাফিক কনস্টেবল মো: বজলুকে লাথি মারেন।
ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর সঙ্গে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মোছা: সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে বোয়ালিয়া থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে বোয়ালিয়া থানা-পুলিশ গিয়ে রিকশার যাত্রী রানীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাপ্রদানের অভিযোগে একটি মামলা দায়ের করা হবে বলে জানান বোয়ালিয়া থানার ওসি।