বগুড়ার শেরপুর পৌর শহরের ঘোষপাড়া মহল্লায় অবস্থিত ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের দানবাক্স ভেঙে প্রায় ৫০ হাজার টাকা চুরি করে। পাশাপাশি, রাধা-কৃষ্ণের বিগ্রহ থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে নিয়ে যায়।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দির বন্ধ করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে মন্দির খোলার পরই দেখা যায়, দানবাক্স ও মূর্তির কক্ষের তালা ভাঙা। চুরি হওয়া স্বর্ণ ও রুপার গহনার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।”
মন্দির কমিটির সভাপতি প্রদীপ সাহা জানান, “দুর্বৃত্তরা ছাদের ওপর দিয়ে প্রবেশ করে মন্দিরের দরজার তালা ভেঙেছে। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “চুরির ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত শুরু করেছি এবং চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।