বগুড়ার শেরপুর শহরের ধুনটমোড়ে হেলমেটবিহীন ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে চালানো এই অভিযানে ১৭টি মোটরসাইকেলে মামলা ও জরিমানা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, শেরপুর ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর মো. আবুল কালাম আজাদ। তিনি জানান, “সড়ক নিরাপত্তা ও নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং যাদের কাগজপত্র সঠিক ছিল না, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অভিযানে সেনাবাহিনীর সদস্য, হাইওয়ে পুলিশের সদস্য ও ট্রাফিক পুলিশের একাধিক কর্মকর্তা অংশ নেন। তারা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে মোটরসাইকেল থামিয়ে চালকদের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট পরিধানের বিষয়গুলো যাচাই করেন।
মোটরসাইকেলে জরিমানা প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে। একইসাথে ট্রাফিক আইন মানার বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর কথাও জানান তারা।