শেরপুরের নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ এক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৩ মে) দিবাগত রাতে আটককৃত চিনিগুলো উদ্ধার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত রহুল আমিন (৪০)। একজন চিনি ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামে। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চিনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও নালিতাবাড়ী পুলিশ উপজেলার কাকরকান্দি ইউনিয়নের চিনি ব্যবসায়ী রহুল আমিনের দোকানে বিশেষ অভিযান চালায় অভিযান চালায়। এসময় ৩টি গোডাউন থেকে ১২৯২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
শেরপুরের নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ এক ব্যবসায়ীকে আটকের বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, আটকৃত রহুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।