সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাবেক এমপির পাজেরো গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১২ সদস্যরা। এসময় মো: সুজন হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কাম্পের অধিনায়ক মো: মারুফ হোসেন।
জানা গেছে, শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে সাবেক এক এমপির শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এসময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১টি পাজেরো গাড়ি, ২টি সিম কার্ড, ১টি মোবাইল ফোন, ও নগদ ৫ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়।
সিরাজগঞ্জে সাবেক এমপির পাজেরো গাড়িসহ ফেনিসিডিল ব্যবসায়ী গ্রেফতারের বিষয়ে, র্যাব-১২ অধিনায়ক মো: মারুফ হোসেন জানান, বগুড়া হতে ঢাকাগামী এক সাবেক এক বিশেষ রাজনৈতিক দলের সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো জিপ গাড়িতে করে ৪৪২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ওপর চেকপোস্ট বসায়। চেকপোস্ট চলাকালীন ১টি পাজেরো জিপগাড়ি আসতে দেখে গাড়িটিকে সংকেত দিয়ে থামানো হয়। এসময় গাড়িতে থাকা আসামিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, গাড়ির পেছনে তেলের ট্যাঙ্কির ভেতরে কৌশলে ফেনসিডিল লুকানো আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।