সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘদিন ধরে টাকা চুরির অভিযোগে নারী চক্রের মূলহোতা বুলবুলিসহ ১০ জনকে আটক গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা করেছে। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), মোছাঃ রূপালী (২৫), মোর্শদা খাতুন (৩০), রূপালী খাতুন (৪০), রাবেয়া খাতুন (২১), শাবনুর খাতুন (২০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), নাছিমা খাতুন (২৭), রিক্তা খাতুন (১৪)।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম জানান, গত (১৯ ফেব্রুয়ারি) উল্লাপাড়া ইসলামী ব্যাংক থেকে অভিনব কৌশলে এক নারী গ্রাহকের থেকে ১ লাখ ২২ হাজার টাকা চুরি করে নেয়ে এই নারী চোর চক্রটি। পরে ওই ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় চার দিনে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা ববুলিসহ ১০ জন নারীকে গ্রেফতার করেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতারের বিষয়ে তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ছদ্মবেশে সংঘবদ্ধ হয়ে গ্রাহক সেজে শহরের বিভিন্ন ব্যাংকে ভিড় জমিয়ে গ্রাহকের উঠানো টাকা অভিনব কৌশলে চুরি করে পালিয়ে যায়। এরা সবাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাড়াটে বাড়িতে বসবাস করে আসছিল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।