পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। চলতি ফেব্রুয়ারি মাসের বিল থেকেই নতুন এ দাম কার্যকর করা হবে। নির্বাহী আদেশে বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে পাইকারিপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সকল বিতরণ কোম্পানির ২৩০ কেভি ও ১৩২ কেভি লাইনের জন্য পাইকারি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ টাকা ৪৪ পয়সা এবং ৮ টাকা ৪৭ পয়সা।
এর বাইরে ৩৩ কেভি লাইনের জন্য পিডিবির বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ৭ টাকা ৬২ পয়সা, ডিপিডিসির ৮ টাকা ৫৬ পয়সা, আরইবির ক্ষেত্রে ৬ টাকা ২৩ পয়সা, ওয়েস্টজোনের ক্ষেত্রে ৭ টাকা ৪৬ পয়সা, নেসকোর ৭ টাকা ৪ পয়সা এবং ডেসকো ৮ টাকা ৫৮ পয়সা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুৎ বিভাগ লোকসানে আছে। ডলারের দামে ব্যাপক পরিবর্তন হয়েছে। সে কারণে সমন্বয়ের জন্য বিদ্যুতের নতুন দামের বিষয়টি চিন্তা করা হয়েছে।