বুধবার, ৭ মে, ২০২৫

চিন্ময় দাসকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

বিশেষ সংবাদ

রাষ্ট্রদ্রোহ মামলায় আগে থেকেই কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৬ মে) সকালে ভার্চ্যুয়াল শুনানিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন। পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ শুনানি হয়।

সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালী থানায় পুলিশের কাজে বাধা, আদালত প্রাঙ্গণে সহিংসতা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা চারটি মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। শুনানিতে তিনি ভার্চ্যুয়ালি উপস্থিত থাকলেও তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আদালতে চিন্ময় দাসের আইনজীবী শুভাশীষ শর্মার উপস্থিতি না থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

চিন্ময়কে গ্রেফতার দেখানোর শুনানিকে ঘিরে আজ সকাল থেকেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম কারাগারের সামনেও বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।

এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তার অনুসারীরা বিক্ষোভে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় পুলিশ ও বিজিবি লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেদিন বিকেলেই আদালত এলাকা সংলগ্ন রঙ্গম কমিউনিটি হলের পাশে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পাশাপাশি সহিংসতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা দায়ের হয়।

সব মিলিয়ে ছয় মামলায় গ্রেপ্তার হন ৫১ জন, যাদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে হত্যার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: অভিনেতা আরিফিন শুভ

ভারতের এক ক্যাফেতে বসে নিরুত্তাপ কণ্ঠে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, “আমি সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না।” 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর...

উটের দুধের ব্যবসা শুরু করছেন মিষ্টি জান্নাত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার পর্দার বাইরেও চমক নিয়ে হাজির। ক্যামেরার পেছনে সময় কাটালেও তিনি বসে নেই—ব্যবসায়ী রূপে শুরু করতে যাচ্ছেন এক ব্যতিক্রমধর্মী...

জনপ্রিয়

অপরাধ

৫০ টাকার ডাব ঢাকায় গিয়ে বিক্রি হয় ২০০ টাকায়

গ্রীষ্মের রোদে ক্লান্ত দেহ খুঁজে ঠান্ডা শান্তি আর সেখানেই রাজত্ব করছে ডাব। এই মৌসুমেই দেশের নানা প্রান্তে চড়া দামে বিক্রি হচ্ছে পিরোজপুরের নেছারাবাদের সুস্বাদু...

৫০ টাকার ডাব ঢাকায় গিয়ে বিক্রি হয় ২০০ টাকায়

গ্রীষ্মের রোদে ক্লান্ত দেহ খুঁজে ঠান্ডা শান্তি আর সেখানেই রাজত্ব করছে ডাব। এই মৌসুমেই দেশের নানা প্রান্তে চড়া...

৭১-এর পর প্রথমবার, ভারতের ২৭ রাজ্যে যুদ্ধ মহড়ার নির্দেশ

১৯৭১ সালের যুদ্ধের পরে এবারই প্রথম ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে যুদ্ধকালীন প্রস্তুতি প্রস্তুতির অংশ হিসেবে একযোগে...

একদিনে চার দেশে ইসরায়েলি হামলা, নিহত বহু

গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায়, একদিনে এই চারটি দেশে...

‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলা হলো ২০০ বছরের বটগাছ, ভিডিও ভাইরাল

‘শিরক ও বিদআতের উৎসস্থল’ বলে ঘোষণা দিয়ে মাদারীপুর সদর...