গাজায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওয়াশিংটনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিজ গায়ে আগুন দিলো এক মার্কিন বিমান বাহিনীর সদস্য। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ডিসি ফায়ার এবং ইএমএসের কর্মকর্তারা আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, ওই বিমান বাহিনীর সদস্যর অবস্থা খুবই আশঙ্কাজনক। বিমান বাহিনীর ১ জন মুখপাত্র জানিয়েছেন, নিজের গায়ে আগুন দেওয়ার ঘটনায় ১ জন সক্রিয় কর্তব্যরত বিমানসেনায় জড়িত। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন।
ইন্টারনেটে সরাসরি সম্প্রচারিত ১টি ভিডিওতে সামরিক পোশাক পরা ওই ব্যক্তি জানান, আমি আর গণহত্যার সাথে জড়িত থাকতে চাই না। এরপরেই তিনি ১টি স্বচ্ছ তরল জিনিস ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করেন। স্থানীয় পুলিশ এবং সিক্রেট সার্ভিস এ ঘটনাটির তদন্ত করছে।