দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়কে স্বাগত জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির এই জয়কে তিনি ‘উন্নয়ন ও সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। এর তিনদিন পর আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এখ পর্যন্ত দিল্লির ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি। বিপরীতে আম আদমি পার্টি মাত্র ২২টি আসনে। যদিও ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) কিছুটা প্রতিদ্বন্দ্বিতায় ছিল। তবে ভোট গণনার শেষের দিকে আম আদমি পার্টির প্রতিদ্বন্দ্বিতা স্থির হয়ে যায়।
দিল্লির মনসদে বসতে চলেছে বিজেপি। এর মধ্যদিয়ে ক্ষমতাসীন দল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (আপ) পরাজিত করে দীর্ঘ ২৭ বছর পর প্রথমবারের মতো রাজধানীতে ক্ষমতায় ফিরে আসেছে নরেন্দ্র মোদির দল।
বিজয়ের উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘উন্নয়ন ও সুশাসনের জয় হয়েছে’।
পোস্টে আরও লিখেছেন, ‘বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের আমার স্যালুট ও অভিনন্দন আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা নিশ্চয়তা দিচ্ছি, দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরও উন্নত করার কোনও আমরা চেষ্টাই বাদ রাখব না।
অন্যদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে নিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির নেতা অরভিন্দ কেজরিওয়াল।