চিপসের প্যাকেট কিনে রাত্রে বেলা অর্ধেক খেয়ে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে মেয়ে খাওয়ার জন্য প্যাকেট খুলে দেখতে পায় ভেতরে চিপসের সঙ্গে রয়েছে একটি মরা ব্যাঙ। মঙ্গলবার (১৮ জুন) ভারতের গুজরাটের জমনগরের পুষকারধাম সোসাইটিতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
জসমীত প্যাটেল নামের এক ব্যক্তি ওয়েফার জাতীয় একটি প্যাকেট কিনেছিলেন। সকালে প্যাকেট খুলতেই মরা ব্যাঙ পেয়ে দ্রুত জমনগর মিউনিসিপ্যাল করপোরেশন ফুড ব্রাঞ্চের কাছে অভিযোগ করেন।
জমনগর মিউনিসিপ্যাল করপোরেশন ফুড ব্রাঞ্চের কর্মকর্তারা দ্রুত জসমীত প্যাটেলের বাড়িতে আসেন। তারা এসে প্যাকেটের চিপসগুলো নিয়ে যান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এ চিপসগুলো কতটা ক্ষতিকর ছিল তা এখনো জানা যায়নি।
এ ঘটনার পর নিরাপদ খাদ্য নিয়ে আবারো আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর আগেও বিভিন্ন খাবারে মাছি, তেলাপোকা ও টিকটিকিও পাওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি খাবারের মধ্যে হাতের আঙুলও পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি চিপস কোম্পানিটি।