বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের মুম্বাইয়ের বান্দ্রা বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন অভিনেতা সাইফ আলি খান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে। খবর: হিন্দুস্তান টাইমস
জানা গেছে, জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা গভির ঘুমে ছিলেন। এসময় তাদের বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়। ওই সময় ডাকাতদের সঙ্গে সাইফের ধস্তাধস্তি হয় একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ডাকাতরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দ্রা ডিভিশনের ডিসিপি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, এটা সত্যি যে গতকাল রাত আড়াইটার দিকে অভিনেতা সাইফের বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনা তিনি আহত হয়ে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সাইফ ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি অন্য কোনেভাবে আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি।
বান্দ্রা থানা পুলিশ জানায়, ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।