হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে জেল হাজতে নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। গ্রেফতারের ৬ ঘন্টার মধ্যে জামিনে মুক্ত হয়ে এলেন অভিনেতা আল্লু অর্জুন।
এর আগে, হায়দরাবাদের নিম্ন আদালত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নিম্ন আদালতে রায়ের বিরোধিতা করে এফআইআর খারিজের আবেদন করেন আইনজীবী অশোক রেড্ডি। হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করে ৪ সপ্তাহের জামিন দেন।
আজ সকালে জেল থেকে বেরিয়ে গণমাধ্যমে আল্লু অর্জুন বলেন, পুলিশ অকারণেই আমার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন, অনেক অনুরোধ করার পরেও পুলিশ আমার কথা রাখেননি। থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চাইলে পুলিশ তা করেতে দেয়নি। আমি বলেছিলাম, আমার সঙ্গে তাহলে একজন লোক দিতে পারেন। আমি দ্রুত আমার পোশাক পরিবর্তন করে আসব।
তেলেগু সুপারস্টার আল্লু আরও বলেন, আমি আইনকে সম্মান করি, তদন্তে পুলিশকে সব ধরণের সহযোগিতা করব। পুলিশ আমাকে নিয়ে এসেছে, এটা ভুল নয়। কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা একটু বাড়াবাড়িই হয়ে গেছে। এটা ঠিক নয়।
অন্যদিকে, দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মামলার বদাী স্বামী ভাস্কর। তিনি গণমাধ্যমে বলেন, মামলা তুলে নিতে আমি প্রস্তুত আছি। আল্লু অর্জুনের গ্রেফতার হওয়ার সংবাদ আমি জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে আল্লুর কোনও হাত নেই।