ভারতীয় তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে হায়দারাবাদ পুলিশ। শুক্রবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় হায়দারাবাদের ‘থিয়েটার’-এ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।
অভিনেতা আল্লু অর্জুনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গত ৪ ডিসেম্বর ভারতের হায়দারাবাদের ‘সন্ধ্যার থিয়েটার’-এ তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার আল্লু অর্জুন এর ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এতে নিহত ওই নারীর পরিবার থানায় একটি মামলা দায়েক করেন। ওই মামলার তদন্তে নেমেই পুলিশ এই অভিনাতাকে গ্রেফতার করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী ভক্তের নাম রেবতী। ঘটনারদিন তার সঙ্গে ছিল ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ। ঘটনাস্থলে শ্রীতেজও গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।