ভারতের আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক জওয়ানকে পাকিস্তানি নারীকে বিয়ে করে তথ্য গোপনের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত জওয়ান মুনির আহমেদ, যিনি ২০১৭ সালের এপ্রিল মাসে সিআরপিএফে যোগ দিয়েছিলেন।
রবিবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানায়, সিআরপিএফ ২৮ এপ্রিল তাকে বরখাস্ত করে।
সিআরপিএফের অভিযোগ অনুযায়ী, মুনির আহমেদ পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ে করে তা কর্তৃপক্ষকে জানাননি, এবং স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাকে নিজের বাসায় রেখে দেন। এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ, পাকিস্তান ভারতীয় নিরাপত্তা দৃষ্টিভঙ্গিতে “শত্রু রাষ্ট্র” হিসেবে বিবেচিত।
তবে মুনির আহমেদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিয়ের আগে তিনি সদর দফতরের লিখিত অনুমতি নিয়েছিলেন এবং তারপরই বিয়ে করেন।
বরখাস্তের বিষয়টি সম্পর্কে তিনি বলেন, “আমি প্রথমে সংবাদমাধ্যমের মাধ্যমে বরখাস্ত হওয়ার খবর জানতে পারি। পরে একটি অফিসিয়াল চিঠি পাই, যেখানে আমাকে বরখাস্তের কথা জানানো হয়। এটি আমার ও আমার পরিবারের জন্য এক বিরাট ধাক্কা।”
মুনির আহমেদ বর্তমানে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
উল্লেখ্য, ঘটনাটি সামনে এসেছে এমন সময়ে, যখন ২৭ এপ্রিল ২০২৫ জম্মু-কাশ্মিরে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এতে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানি নাগরিককে বিয়ে এবং তা গোপন করার বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে