ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক এলাকায় ইসরাইয়েলি বিমান হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার পর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। গাজার দেইর আল বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান দফায় দফায় হামলা চালায়। বিমান হামলায় এসব বাড়ি-ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বাহিনীর সংঘটিত ‘জঘন্য গণহত্যায়’ অন্তত ৪০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমেরিকান প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলকে চলমান এই অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্বের কাছে আহ্বান জানানো হচ্ছে।
গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের ‘স্বাধীনতাকামী সংগঠন হামাস‘ ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে,
এখন পর্যন্ত ২৯ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই ছিলো শিশু ও নারী। এছাড়াও আহত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ।